নতুন বছরের আগে বিশ্বজুড়ে উৎসবের আমেজ। পরিবার কিংবা প্রিয়জনের সঙ্গে ঘুরতে গিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন অনেকে। এর মধ্যেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে আগুন লাগলো। আগুনে পুড়ে মারা গেছেন ৩ বিদেশি পর্যটক। আহত হন ৭ জন।
ব্যাংককের একটি পর্যটনকেন্দ্রের কাছে খাও সান রোডের কাছে এম্বার হোটেল নামের একটি ছয়তলা হোটেলে রোববার আগুন লাগে। রাত ৯টা ২১ মিনিট নাগাদ এম্বার হোটেলের পঞ্চম তলায় আগুন লাগে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পুলিশ সূত্রে জানা যায়, এদিন হোটেলে প্রায় ৭৫ জন অতিথি ছিলেন।
আগুন লাগার খবর পেয়ে আতঙ্কিত অতিথিরা যে যার মতো হোটেল থেকে পালাতে উদ্যত হন। হোটেলের ছাদ বেয়েও নেমে আসেন অনেকে। খবর পেয়ে সেখানে পৌঁছায় ব্যাংককের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ। আগুন নেভানোর পাশাপাশি চলে উদ্ধার অভিযান।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় হোটেলের আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশ জানায়, নিহত তিন জনের মধ্যে ১ জন নারী এবং বাকি দুজন পুরুষ। নিহতরা হলেন ব্রাজিলিয়ান পিমেন্তাল ক্যানালস (২৪), ইউক্রেনের যুবক তুভর ভিক্টর (২৭) এবং মার্কিন ফ্রিম্যান টিমোথি (৩৫)।
এ ছাড়া সাতজন আহতের মধ্যে থাইল্যান্ড, চীন, জার্মান, জাপানের বাসিন্দারা রয়েছেন। চিকিৎসা চলছে তাঁদের। নতুন বছরের আগে ব্যাংককের হোটেলে আগুন লাগার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে পর্যটকদের মধ্যে।