1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
‘পাকিস্তানের পার্লামেন্ট ভবনে বড় বড় ইঁদুর, যেন বিড়ালও ভয় পায়’ — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

‘পাকিস্তানের পার্লামেন্ট ভবনে বড় বড় ইঁদুর, যেন বিড়ালও ভয় পায়’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৫৩ বার পঠিত

পাকিস্তানের পার্লামেন্ট ভবনে একধরনের উৎপাত দেখা দিয়েছে। তবে এর সঙ্গে রাজনীতিবিদেরা জড়িত নন। ভবনটি দখল করে নিয়েছে একদল ইঁদুর। বড় বড় ইঁদুরগুলো রাতভর সেখানে দৌড়ঝাঁপ করতে থাকে। শুধু তা–ই নয়, পার্লামেন্টের গুরুত্বপূর্ণ নথিও নষ্ট করে ফেলছে তারা।

সম্প্রতি পার্লামেন্টের আনুষ্ঠানিক একটি কমিটি ২০০৮ সালের বিভিন্ন বৈঠকের কাগজপত্র দেখতে চায়। নথিগুলো সংগ্রহ করার পর দেখা যায়, এর বড় অংশই ইঁদুরে কাটা। এরপরই সমস্যাটি বড় আকারে সবার সামনে আসে।

পাকিস্তানের জাতীয় পরিষদের মুখপাত্র জাফর সুলতান বিবিসিকে বলেন, ‘এখানকার ইঁদুরগুলো এতটাই বড় যে বিড়ালও তাদের দেখে ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে।’

ইঁদুরের উৎপাত এখন এতটাই যে উপদ্রব ঠেকাতে কর্তৃপক্ষকে ইতিমধ্যে ১২ লাখ রুপি বার্ষিক বরাদ্দ ঘোষণা করতে হয়েছে।

দ্বিতীয় তলাতেই ইঁদুরের উৎপাত বেশি দেখা যাচ্ছে। সেখানে সিনেটের বিরোধী দলের নেতার কার্যালয়ের অবস্থান। এ ছাড়া রাজনৈতিক দল এবং স্থায়ী কমিটির বেশির ভাগ সভা ওই তলাতেই হয়ে থাকে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেখানে একটি খাবারের হলও আছে।

সাধারণত দিনের বেলায় মানুষের চলাচলের সময় ইঁদুরগুলোকে দেখা যায় না। লোকজন দিনের কাজ সেরে চলে যাওয়ার পরই এগুলো বেরিয়ে আসে।

পাকিস্তানের জাতীয় পরিষদের এক কর্মকর্তা বলেছেন, ‘সাধারণত সন্ধ্যার দিকে যখন কোনো লোকজন থাকে না, তখন ইঁদুরগুলো সেখানে ম্যারাথনের মতো দৌড়ে বেড়ায়। সেখানে নিযুক্ত কর্মীরা এটা দেখে অভ্যস্ত। তবে কেউ যদি এখানে প্রথমবারের মতো আসে, তারা ভয় পায়।’

ইঁদুরের উপদ্রব ঠেকাতে এখন পেস্ট কন্ট্রোল কোম্পানির শরণাপন্ন হতে চাইছে পার্লামেন্ট কর্তৃপক্ষ।

ইতিমধ্যে তারা পেস্ট কন্ট্রোল কোম্পানির খোঁজ চেয়ে পাকিস্তানের কয়েকটি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে।

খুঁজে বের করার জন্য পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদপত্রে বিজ্ঞাপনগুলো এখন প্রকাশিত হয়েছে, যা কর্মকর্তাদের ইঁদুর মোকাবিলায় সহায়তা করতে পারে।

এখন পর্যন্ত মাত্র দুটি কোম্পানি আগ্রহ দেখিয়েছে।

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com