1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও — Nobanno TV
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও

নবান্ন
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৯০ বার পঠিত
জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন আগেই এ তথ্য নিশ্চিত করেছ।

পুতিনের পথ ধরেই সম্মেলন এড়িয়ে যেতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও।

তবে জিনপিংয়ের জায়গায় সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং।

রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

 

জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। বছরজুড়ে দেশের বিভিন্ন প্রান্তে জি-২০ সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে নানা বৈঠক হয়েছে।

আগামী ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ মূল সম্মেলন।

 

সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও।

যোগ দেয়ার কথা ছিল চীনা প্রেসিডেন্ট জিনপিংয়েরও। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট ভারতে জি-২০ শীর্ষ সম্মেলন এড়িয়ে যেতে পারেন।

এ সম্পর্কে অবগত ভারত ও চীনের বেশ কয়েকটি সূত্র উল্লেখ করেছে ব্রিটিশ বার্তা সংস্থাটি।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯বাংলা বলেছে, চলতি সপ্তাহেই চীন নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে।

সেই মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশ ও আকসাই চিনকে নিজেদের অংশ বলে দাবি করেছে বেইজিং।

এরপরই জিনপিংয়ের ভারতে আসা নিয়ে সংশয় তৈরি হয়। শেষ পর্যন্ত সেই সংশয়ই সত্যি হতে হলো।

দুই ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং জি-২০ সম্মেলনে বেইজিংয়ের প্রতিনিধিত্ব করবেন বলে আশা করা হচ্ছে।

রয়টার্স বলছে, এই দুই ভারতীয় কর্মকর্তার একজন চীনে দায়িত্ব পালনরত কূটনীতিক ও অন্যজন জি-২০ জোটভুক্ত একটি দেশে কর্মরত রয়েছেন।

ভারত ও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এর আগে গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, তিনি জি-২০ সম্মেলনে যোগ দিতে পারবেন না।

তার বদলে যোগ দেবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com