1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
জি-২০-এর স্থায়ী সদস্যপদে অন্তর্ভূক্ত হলো আফ্রিকান ইউনিয়ন — Nobanno TV
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

জি-২০-এর স্থায়ী সদস্যপদে অন্তর্ভূক্ত হলো আফ্রিকান ইউনিয়ন

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১২ বার পঠিত
জি-২০-এর স্থায়ী সদস্যপদে অন্তর্ভূক্ত হলো আফ্রিকান ইউনিয়ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন (এইউ) কে জি-২০-এর স্থায়ী সদস্যপদে অন্তর্ভূক্ত করেছেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) তিনি এ ঘোষণা দেন।

ইউরোপীয় ইউনিয়নের পর দ্বিতীয় কোনো আঞ্চলিক জোট হিসেবে এইউ জি-২০ সম্মেলনে যোগ দিল।

আজ শনিবার নরেন্দ্র মোদি আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন অ্যাজালি আসৌমানিকে জি-২০-এর আলোচনার মূল টেবিলে যোগ দিতে আহ্বান জানান।

সৌমানি মূল টেবিলে যোগ দেওয়ার পর জোটের সভাপতি নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান।

এইউকে জি-২০ এর স্থায়ী সদস্য পদে অন্তর্ভূক্ত করার পর মোদি বলেন,

‘জি-২০-এর স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে স্বাগত জানাতে পেরে সম্মানিত বোধ করছি।

এটি জি-২০কে শক্তিশালী করার পাশাপাশি গ্লোবাল সাউথের কণ্ঠকেও শক্তিশালী করবে।’

 

এদিকে, সদস্য রাষ্ট্রগুলোর জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলতে যাচ্ছে জি-২০ সম্মেলনের মঞ্চ।

ভারতের সঙ্গে মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোকে রেলপথে সংযুক্ত করতে একটি প্রকল্প বাস্তবায়নে চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।

 

যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফাইনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন,

‘ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত বাণিজ্যসামগ্রী ও অশোধিত তেল যাবে।

ভারত ও সৌদি আরব ছাড়াও আমিরাত ও ইউরোপীয় ইউনিয়ন এই প্রকল্পে যোগ দেবে।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে বহু দিন ধরেই দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় কূটনৈতিক আলোচনা হয়েছে।

এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তবে এই প্রকল্প শেষ হতে কত দিন লাগবে, তা তিনি জানেন না বলেও জানান।

সূত্র: এনডিটিভি

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com