1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
কুকুরসহ এক নাবিককে উদ্ধার প্রশান্ত মহাসাগর থেকে — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন

কুকুরসহ এক নাবিককে উদ্ধার প্রশান্ত মহাসাগর থেকে

নবান্ন
  • আপডেট সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১০৭ বার পঠিত
মহাসাগর

প্রশান্ত মহাসাগর থেকে পোষা কুকুরসহ এক নাবিককে উদ্ধার করা হয়েছে।

ওই নাবিক দুই মাস নৌকায় ভেসে ছিলেন।

এ সময় তিনি কাঁচা মাছ খেয়ে ও বৃষ্টির পানি পান করে বেঁচে ছিলেন। বর্তমানে তিনি সুস্থ আছেন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে,

গত এপ্রিলে সিডনির বাসিন্দা টিম শ্যাডক (৫১) নামের ওই নাবিক মেক্সিকোর লা পাজ শহর থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে প্রশান্ত মহাসাগর এর  ফ্রেঞ্চ পলিনেশিয়া দ্বীপপুঞ্জের দিকে যাত্রা করেন।

ছয় হাজার কিলোমিটারের বেশি দূরত্বের এ সমুদ্রযাত্রায় সঙ্গী ছিল তার পোষা কুকুর ‘বেল্লা’।

কয়েক সপ্তাহ পর তারা প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়লে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং তারা উত্তর প্রশান্ত মহাসাগরে আটকা পড়েন।

চলতি সপ্তাহে একটি হেলিকপ্টারের আরোহীরা ওই নাবিককে দেখতে পাওয়ার পর ট্রলারে করে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারের পর চিকিৎসক জানান, টিম শ্যাডক এখন সুস্থ আছেন।

এতদিন নৌকায় ভেসে থাকার বিষয়ে টিম বলেছেন, ‘আমি সমুদ্রে অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে গেছি।

এই মুহূর্তে আমার বিশ্রাম ও ভালো খাবার প্রয়োজন।

কারণ আমি দীর্ঘদিন ধরে সমুদ্রে একা ছিলাম। তবে, এখন ভালো আছি।

তিনি জানান,

সাগরে মাছ ধরার সরঞ্জাম তাকে বেঁচে থাকতে সাহায্য করেছিল।

তিনি তার নৌকার ছাউনির নিচে আশ্রয় নিয়ে প্রখর রোদ থেকে নিজেকে রক্ষা করেন।

ট্রলারটি এরইমধ্যে মেক্সিকোর দিকে যাত্রা শুরু করেছে।

সেখানেও শ্যাডকের স্বাস্থ্য পরীক্ষা হবে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেয়া হবে।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com