1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
কন্যা সন্তানের বাবা হয়েছেন নেইমার জুনিয়র — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

কন্যা সন্তানের বাবা হয়েছেন নেইমার জুনিয়র

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৪৪ বার পঠিত
কন্যা সন্তানের বাবা হয়েছেন নেইমার জুনিয়র

কন্যা সন্তানের বাবা হয়েছেন আল হিলালের ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র। শনিবার (৭ অক্টোবর) এক্সে নিজেই এ খবর জানিয়েছেন তিনি।

এক্সে নেইমার লিখেছেন, ‘জীবন পূর্ণ করার জন্য আমাদের মাভি চলে এসেছে। স্বাগতম, কন্যা।

এখনই তোমাকে আমরা ভালোবেসে ফেলেছি। আমাতের কাছে আসার জন্য ধন্যবাদ।’

২০২১ সাল থেকে ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে প্রেম শুরু হয় ব্রাজিল তারকার। বিষয়টি জানাজানি হয় ২০২২ সালের জানুয়ারিতে।

ওই বছরের আগস্টে তাদের আলাদা হয়ে যাওয়ার গুঞ্জন ওঠে। তবে নেইমারের ৩১তম জন্মদিনে আবারও মিলে যাওয়ার খবর পাওয়া যায়।

এরপরই বিয়ানকার্দি সন্তান সম্ভবা বলে জানা যায়।

 

নেইমারের ১২ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। তার নাম ডেভি লুকা।

২০১১ সালের আগস্টে তার জন্ম হয়। লুকার মা নেইমারের সাবেক প্রেমিকা ক্যারোলিন দান্তেস।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com