1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
ইতালির সিসিলির মাউন্ট ইটনার আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠেছে বিমান চলাচল বন্ধ
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

ইতালির সিসিলির মাউন্ট ইটনার আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠেছে বিমান চলাচল বন্ধ

নবান্ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৫৮ বার পঠিত
আগ্নেয়গিরি

সক্রিয় হয়ে উঠেছে ইতালির সিসিলির মাউন্ট ইটনার আগ্নেয়গিরি ।

আগ্ন্যুৎপাতের কারণে সোমবার (১৪ আগস্ট) কাটানিয়া বিমানবন্দরের সব বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

সোমবার সিসিলির বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়,

ইটনায় অগ্ন্যুৎপাত এবং ছাই ছড়িয়ে পড়ার কারণে স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

এদিন সকালে কর্তৃপক্ষ জানিয়েছিল, দুপুর ১টা পর্যন্ত বিমান ওঠা-নামা বন্ধ থাকবে।

কিন্তু পরবর্তীতে এই সময় বৃদ্ধি করা হয়।

সিসিলির কাটানিয়ার মেয়র এনরিকো ত্রানতিনো জানিয়েছেন,

অগ্ন্যুৎপাতের কারণে রাস্তাঘাট আগ্নেয়গিরি ছাইয়ে ঢেকে গেছে।

এর ফলে ওই এলাকায় আগামী ৪৮ ঘণ্টা মোটরসাইকেল ও বাইসাইকেল চলাচল বন্ধ থাকবে।

এর আগে, গত ২১ মে জেগে উঠেছিল আগ্নেয়গিরিটি।

সে সময়ও কাটানিয়া বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়।

পর্যটনসহ বিভিন্ন কারণে এটি ইতালির ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম এটি।

গত বছর প্রায় ১ কোটি মানুষ এই বিমানবন্দর ব্যবহার করে নিজেদের গন্তব্যে আসা-যাওয়া করেছেন।

এটি মূলত ইতালির পূর্বাঞ্চলের সিসিলি শহরের বাসিন্দারা ব্যবহার করে থাকেন।

আরও পড়ুন

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com