1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
হিরো আলমকে হত্যার হুমকিদাতা আবু আহম্মদ কারাগারে — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

হিরো আলমকে হত্যার হুমকিদাতা আবু আহম্মদ কারাগারে

নবান্ন
  • আপডেট সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৯৭ বার পঠিত
হিরো আলমকে হত্যার হুমকিদাতা আবু আহম্মদ কারাগারে

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়ার হুমকিদাতা আবু আহম্মদকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৬ জুলাই) হাতিরঝিল থানার সাব-ইন্সপেক্টর আব্দুল কাদির আবু আহম্মদকে আদালতে হাজির করে ৫৪ ধারায় কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তবে এ সময় আবু আহম্মদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

হাতিরঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার (নন জিআর) সাব-ইন্সপেক্টর রাফাত আরা সুলতানা এ তথ্য জানান।

সোমবার রাতে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে হিরো আলমকে ফোন করে হত্যার পর বস্তায় ভরে বুড়িগঙ্গায় লাশ ভাসিয়ে দেয়ার হুমকি দেয়া হয়।

নিজের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে রাতেই রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন হিরো আলম।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা পুলিশের একটি দল আবু আহম্মদকে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে গ্রেপ্তার করে।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com