রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে এক দিনের রিমান্ড
ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলনকে গ্রেফতার (শ্যোন এরেস্ট) দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৬ আগস্ট) বেলা ১১টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরিফুল ইসলাম রিমান্ড ও গ্রেফতারের এ আদেশ দেন।
দুপুরে আবু সাইদ চাঁদকে রাজশাহী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
এ সময় মহানগরের রাজপাড়া থানায় দায়ের করা নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান।
শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
একই মামলায় রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকেও আদালতে হাজির করা হয়।
এ সময় রাজপাড়া থানা পুলিশ তাকে ওই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, রাজপাড়া থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় এজাহারভুক্ত আসামি
জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত একই মামলায় কারাগারে থাকা
বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলনকে গ্রেফতারের (শ্যোন এরেস্ট) আদেশ দেয়।
পরে পুলিশ তাদের কারাগারে পাঠান।
এর আগে বিএনপি নেতাকর্মীরা চাঁদ ও মিলনের মুক্তির দাবিতে আদালত চত্বরে অবস্থান নিয়ে স্লোগান দেন।
আরও পড়ুন