1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ইনস্টাগ্রামে নিজের অবস্থানের তথ্যও জানানো যাবে — Nobanno TV
শনিবার, ১০ মে ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন

ইনস্টাগ্রামে নিজের অবস্থানের তথ্যও জানানো যাবে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৪১ বার পঠিত

ইনস্টাগ্রাম আজ নতুন কিছু ফিচার যুক্ত করেছে, যার মধ্যে রয়েছে ডাইরেক্ট মেসেজ (ডিএম)-এ লাইভ লোকেশন শেয়ার করার সুবিধা। এই ফিচারটি ‘নির্বাচিত কিছু দেশে’ চালু করা হয়েছে, তবে নির্দিষ্ট দেশগুলোর নাম এখনও প্রকাশ করা হয়নি। ব্যবহারকারীরা এক ঘণ্টার জন্য তাদের লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন। পাশাপাশি, কোনো নির্দিষ্ট স্থানে পৌঁছানোর জন্য ম্যাপে একটি লোকেশন পিন করেও শেয়ার করা যাবে।

লাইভ লোকেশন শুধুমাত্র প্রাইভেট চ্যাটে শেয়ার করা যাবে, যা ১:১ বা গ্রুপ চ্যাটে প্রযোজ্য। এটি ডিফল্টভাবে বন্ধ থাকবে এবং কেবলমাত্র সেই ব্যক্তিরাই আপনার লোকেশন দেখতে পাবেন, যাদের সঙ্গে আপনি এটি শেয়ার করেছেন। কেউ আপনার লোকেশন অন্য চ্যাটে ফরোয়ার্ড করতে পারবে না। আরও সুবিধাজনক করতে, চ্যাটের উপরে একটি ইন্ডিকেটর দেখাবে যে আপনি লাইভ লোকেশন শেয়ার করছেন। ব্যবহারকারী চাইলে যে কোনো সময় লোকেশন শেয়ার বন্ধ করতে পারবেন।

এছাড়াও, ডিএম-এ শেয়ারের জন্য ১৭টি নতুন স্টিকার প্যাক এবং ৩০০টির বেশি নতুন স্টিকার যুক্ত হয়েছে। চ্যাটে প্রিয় স্টিকারগুলো সেভ করে বারবার ব্যবহার করা যাবে।

আরেকটি নতুন ফিচার হলো চ্যাটে নাম কাস্টমাইজ করার সুবিধা। ব্যবহারকারীরা নিজেদের এবং বন্ধুদের জন্য নিকনেম সেট করতে পারবেন, যা শুধুমাত্র ডিএম-এ দেখা যাবে। এটি ইনস্টাগ্রামের মূল ইউজারনেমে কোনো পরিবর্তন আনবে না। নিকনেম যে কোনো সময় পরিবর্তন করা যাবে এবং কারা এটি পরিবর্তন করতে পারবে সেটিও নির্ধারণ করা যাবে। ডিফল্টভাবে এটি ফলো করা ব্যক্তিদের জন্য চালু থাকে, তবে চাইলে কেবলমাত্র নিজের জন্যও সীমাবদ্ধ করা যাবে।

এই নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম চ্যাটিং অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করবে বলে মনে করছে প্ল্যাটফর্মটি।

নবান্ন টিভি

 

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com