কম্পিউটার কোড স্বয়ংক্রিয়ভাবে লেখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল আনার ঘোষণা দিয়েছে মেটা, যা বিনা মূল্যে ব্যবহার করা যাবে।
সম্প্রতি মেটার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
ওপেন এআইয়ের চ্যাটজিপিটি বাজারে আশার পর বিভিন্ন প্রতিষ্ঠান নবাগত প্রযুক্তিটির সক্ষমতা কাজে লাগিয়ে ব্যবসায় আমূল পরিবর্তন আনার চেষ্টা করছে।
এর ধারাবাহিকতায় এবার কম্পিউটার কোড লিখতে এআই টুল আনার কথা ভাবছে মেটা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কম্পিউটার কোড লিখতে এআই টুল আনেছে মেটা। নতুন এ টুলটির নাম দেয়া হয়েছে ‘কোড এললামা‘।
টুলটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে যেকোনো সফটওয়্যার বা প্রোগ্রামের কোড লিখে দেবে, যা বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, এআই মডেলটি কোনো মানুষের দেয়া টেক্সট প্রম্পট অনুযায়ী কোড লিখে দেবে।
এ ছাড়া কোড লেখার পাশাপাশি ডিবাগিংয়ের কাজেও সহায়তা করবে এআই মডেলটি।
নতুন এআই মডেলটি মেটার লামা ২ ল্যাঙ্গুয়েজ মডেলের ওপর তৈরি করা হয়েছে।
কোড এললামা দিয়ে পাইথন, জাভা এবং সি++ এর মতো জনপ্রিয় ল্যাঙ্গুয়েজগুলোতে কোড লেখা যাবে।
তবে অন্যান্য লেখালিখির কাজে মডেলটিকে ব্যবহার না করার পরামর্শ দিয়েছে মেটা।
আর প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, মেটার নতুন এআই টুলটি মাইক্রোসফটের অর্থায়নে পরিচালিত ওপেনএআই ও আলফাবেটের গুগলের সঙ্গে প্রতিযোগিতা বাড়াবে।
আরও পড়ুন :