বাদশাহরূপে আবারও ধরা দিচ্ছেন শাহরুখ খান।
সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে তার বহুল প্রতিক্ষিত সিনেমা ‘জওয়ান’।
এবার মুক্তির তারিখ ঘোষণা করলেন খোদ শাহরুখ খান।
সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে শাহরুখ জানান, আগামী ১০ জুলাই সকাল সাড়ে ১০টায় (স্থানীয় সময়) মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’-এর ট্রেলারের ঝলক।
এই ঝলককে ‘ট্রেলার প্রিভিউ’ বলে অভিহিত করেছেন নির্মাতারা।
ভিডিও শেয়ার করে শাহরুখ ঘোষণা করেন, আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’।
২০২৩ সাল ছিল শুধুই শাহরুখের। ২০১৮ সালে ভরাডুবি হলেও ২০২৩-এ রাজসিক প্রত্যাবর্তন হয় তার।
এবার পালা ‘জওয়ান’- এর। এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে।
তবে ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে ট্রেলারের দৈর্ঘ্য।
২ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেলারেই চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য।
পাশাপাশি, সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়ে গেছে অ্যাটলি পরিচালিত এই সিনেমা।
সিনেমাতে যে দ্বৈত চরিত্রে অভিনয় করতে চলেছেন শাহরুখ, সেই খবর মিলেছিল আগেই।
এবার খবর, ট্রেলারেই একাধিক তারকার ঝলক দেখতে চলেছেন অনুরাগীরা।
আরও পড়ুন :