1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
মিয়ানমারে ত্রাণ দিতে গিয়ে চাকরি হারালেন মার্কিন কর্মীরা — Nobanno TV
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

মিয়ানমারে ত্রাণ দিতে গিয়ে চাকরি হারালেন মার্কিন কর্মীরা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩৭ বার পঠিত

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে উদ্ধার ও ত্রাণ সহায়তায় নিযুক্ত থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের তিনজন সহায়তাকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (USAID)-এর সাবেক এক শীর্ষ কর্মকর্তা মার্সিয়া ওয়াং এই তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াং জানান, গত সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে পৌঁছানোর পর এই তিনজন কর্মকর্তাকে জানানো হয় যে, তাঁদের চাকরি শেষ। তাঁরা বর্তমানে ভূমিকম্পপ্রবণ অঞ্চলে মানবিক সহায়তার কাজে ব্যস্ত অবস্থাতেই এমন দুঃসংবাদ পান।

“এই দলটি অক্লান্ত পরিশ্রম করে দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এমন সময়ে চাকরিচ্যুতির খবর মানসিকভাবে ভেঙে পড়ার মতোই,” বলেন মার্সিয়া ওয়াং USAID’র মানবিক সহায়তা ব্যুরোর সাবেক ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর।

মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৩,৩০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এ ঘটনায় ৯ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, USAID-এর বাজেট কাটছাঁটের ফলে কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

বিলিয়নিয়ার ইলন মাস্কের তত্ত্বাবধানে থাকা ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি ফেডারেল ব্যয়ের ‘অপ্রয়োজনীয় খাত’ বন্ধের লক্ষ্যে USAID-সহ বিভিন্ন দফতরে ব্যাপক ছাঁটাই চালাচ্ছে। এর ফলে দেশের বাইরের ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ওয়াং আরও জানান, ভূমিকম্প এলাকায় থাকা USAID কর্মীরা এখন রাস্তায় ঘুমাতে বাধ্য হচ্ছেন। কারণ তাদের বসবাসের সুযোগও নেই। অনেক স্থানীয় বাসিন্দাও ঘরবাড়ি ধসে পড়ার ভয়ে বাইরে রাত কাটাচ্ছেন।

নবান্ন টিভি

 

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com