ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষজন। তবে ঈদের আগের দিন বধুবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের তেমন চাপ নেই। ফলে কোনো ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন মানুষজন।
বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এমন চিত্র দেখা গেছে।
গতকালও সড়কে যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিল যানবাহন। ভোগান্তিতে পড়েছিল যাত্রীরা। পরে মহাসড়কে উত্তরের গাড়ির চাপ ও যানজট কমাতে সকালে বন্ধ করা হয়েছিল বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেন ও পশ্চিম পাড়ের টোল গ্রহণ। এতে যানজট দ্রতই কমতে থাকে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, মহাসড়কে তেমন যানবাহন নেই। যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে।