1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
অসহায় বুদ্ধি প্রতিবন্ধী এতিম সাথীর পাশে দাঁড়ালেন জিনিয়া জিন্নাত — Nobanno TV
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

অসহায় বুদ্ধি প্রতিবন্ধী এতিম সাথীর পাশে দাঁড়ালেন জিনিয়া জিন্নাত

বশির আহম্মদ মোল্লা
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৪ বার পঠিত
অসহায় বুদ্ধি প্রতিবন্ধী এতিম সাথীর পাশে দাঁড়ালেন জিনিয়া জিন্নাত

একজন বুদ্ধি প্রতিবন্ধী শিশু কালে বাবার আদর থেকে বঞ্ছিত কপালে সুখ নেই কোন কিছু বুঝার আগেই পিতা হারান। ৮ বছর বয়সে হারান মমতাময়ী মাকে ।

শেষ ভরসার আশ্রয়স্হল স্বামী ও মারা যান বিয়ের হওয়ার ঠিক এক বছর পর । এখন তার এই পৃথিবীতে আপন বলতে আর কেউ রইল না ।

নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতেরকান্দি গ্রামের মৃত সাইফুল ইসলাম ও মৃত শেফালী বেগমের মেয়ে সাথী আক্তার।

সাথীর দেড় বছরের সংসার জীবনে কোল জুড়ে এসেছে ফুটফুটে এক সন্তান। আর্থিক অভাব অনটনে নিজের বাচ্চাকে ও ঠিক মতো খাওয়াতে পারে নাই।

নিজের যত্ন ও সংসার চালাতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হতো প্রতিনিয়ত। সরকারের দেওয়া প্রতিবন্ধী ভাতা সংসারের শেষ অবলম্বন ।

পাশাপাশি প্রতিবেশীরা মাঝে মধ্যে যতটুকু সহযোগিতা করত তা দিয়ে চলত কোন রকমে কষ্টের জীবন।

নিজের শিশুকে নিয়ে থাকার মত নেই কোন ঘর। যা ছিল তাও নড়বড়ে থাকার কোন পরিবেশ নেই।

আশ্রয় হয়েছে অন্যের ঘরে। একটি ঘর করার মত সহযোগিতা পেলে হত চীরস্থায়ী একটি ঠিকানা।

 

আরও পড়ুন : 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com