অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৯ জুন) ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। জোড়া গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। একটি করে গোল করেছেন স্যাভিও ও লুকাস পাকেতা। প্যারাগুয়ের হয়ে একমাত্র গোলটি করেছেন ওমর আলদেরেতে। গত ম্যাচেই কোস্টারিকার বিরুদ্ধে ১৯টি শট নিয়েও গোল করতে পারেনি ব্রাজিল। গোল মিসের হতাশাকে সঙ্গী করে এক পয়েন্ট নিয়েই কোপার মিশন শুরু করেছিল ব্রাজিল। আজ প্যারাগুয়ের বিরুদ্ধে একই স্মৃতি চোখ রাঙানি দিচ্ছিল। শুরুর দিকে ভিনিসিয়াস জুনিয়র-রদ্রিগোদের আক্রমণ দানা বাঁধছিল না। এমনকি পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হন লুকাস পাকেতা। ফলে আশঙ্কার মেঘটা ক্রশও ঘন হতে শুরু করেছিল।
কিন্তু প্রথমার্ধের শেষ ১০ মিনিটের ঝড়ে সে শঙ্কার মেঘ দূরে পাঠান ভিনিসিয়স স্যাভিওরা। প্যারাগুয়ের রক্ষণকে রীতিমতো তছনছ করে ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। জোড়া গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। অন্য গোল করেটি স্যাভিওর। দ্বিতীয়ার্ধে ব্রাজিল গোল পেয়েছে আরও একটি। এবার পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি পাকেতা। মাঝে প্যারাগুয়ে একটি গোল ফিরিয়ে দিলেও ৪-১ গোলের বড় পায় ব্রাজিল।
নবান্ন টিভি/ এনএএন টিভি