নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের বাড়ী ঘরে হামলা ভাংচুর করে। সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া ৯ নং ওয়ার্ড টাটকি এলাকায় এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি দিপক চন্দ্র সাহা বলেন, বিকালে তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টাটকী এলাকার রকি ও রুবেলের লোকজনের সাথে নুর আলমের লোকজনের সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ও ৫ টি বাড়ীতে হামলা ও ভাংচুর করে। সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত নুর আলমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানাগেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
নবান্ন টিভি/এনামূল হক