1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
নিজেদের শেষ ম‍্যাচে অনায়াস জয় পেল আর্জেন্টিনা — Nobanno TV
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন

নিজেদের শেষ ম‍্যাচে অনায়াস জয় পেল আর্জেন্টিনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১১৮ বার পঠিত

কোপা আমেরিকার আগে নিজেদের সবশেষ প্রস্তুতি ম‍্যাচে সহজেই গুয়াতেমালাকে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে নিজেদের শেষ ম‍্যাচে অনায়াস জয় পেল আর্জেন্টিনা। লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেসের জোড়া গোলে উড়িয়ে দিল শক্তিতে অনেক পিছিয়ে থাকা গুয়াতেমালাকে।

বাংলাদেশ সময় শনিবার ভোরে শুরু হওয়া প্রীতি ম‍্যাচে ৪-১ গোল জিতেছে লিওনেল স্কালোনির দল।

লিসান্দ্রো মার্তিনেসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর দলকে সমতায় ফেরান মেসি। সফল পেনাল্টিতে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব‍্যবধান বাড়ান মার্তিনেস। পরে আরেকটি গোল করেন আর্জেন্টিনা অধিনায়ক।

চতুর্থ মিনিটে এগিয়ে যায় গুয়াতেমালা। বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল পাঠিয়ে দেন ম‍্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডারমার্তিনেস।

এই ম‍্যাচ দিয়ে আর্জেন্টিনার শুরুর একাদশে ফেরা মেসি আট মিনিট পর ফেরান সমতা। গুয়াতেমালা গোলরক্ষক নিকোলাস হাজেন একট শট ঠেকানোর চেষ্টা করলে এসে পড়ে আর্জেন্টিনা অধিনায়কেরপায়ে। শূন‍্য জালে বল পাঠান তিনি।

সেরি আর সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্তিনেস ৩৯তম মিনিটে সফল স্পট কিকে এগিয়ে নেন দলকে। দ্বিতীয়ার্ধে ৬৬তম মিনিটে মেসির পাস থেকে করেন আরেকটি গোল।

দ্বিতীয়ার্ধে বদলি নামা আনহেল দি মারিয়ার দুর্দান্ত পাসে ৭৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। সুযোগ তৈরি করলেও বাকি সময়ে আর গোল পায়নি আর্জেন্টিনা।

এবারের মৌসুমে অনেকটা সময় পেশির চোট ভুগিয়েছে মেসিকে। এতে ইন্টার মায়ামির হয়ে খেলতে পারেননি বেশ কিছু ম্যাচ। হ্যামস্ট্রিং চোটে আর্জেন্টিনার হয়েও গত মার্চে তিনি মাঠে নামতে পারেননি দুই ম্যাচে। গত সোমবার একুয়েডরের বিপক্ষে খেলেন বদলি হিসেবে। এবার শুরুর একাদশে আসার পর ফিরলেন পুরোনো চেহারাতেই।

আগামী শুক্রবার কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পেরু ও চিলি।

 

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com