1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ঈদুল আজহায় ট্রেন যাত্রায় মানুষের কোনো ভোগান্তি নেই -- রেলমন্ত্রী — Nobanno TV
শুক্রবার, ০২ মে ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

ঈদুল আজহায় ট্রেন যাত্রায় মানুষের কোনো ভোগান্তি নেই — রেলমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৬২ বার পঠিত

রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, আসন্ন ঈদুল আজহায় ট্রেন যাত্রায় মানুষের কোনো ভোগান্তি নেই। গত রোজার ঈদেও যেমন মানুষ প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নির্বিঘ্নে বাড়ি ফিরেছে এবারের কোরবানির ঈদেও মানুষ ভোগান্তি ছাড়া ট্রেনে বাড়ি ফিরতে পারছে।

শুক্রবার বিকাল ৩টার দিকে রাজবাড়ী জেলা পরিষদের ডাকবাংলোতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এরপর তিনি গোয়ালন্দ পৌরসভার আয়োজনে ১০ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণের উদ্বোধন করেন।

রেলমন্ত্রী বলেন, এবার ঈদে ৩০টি ক্যাটল ট্রেনের মাধ্যমে আমরা গবাদিপশু পাঠানোর ব্যবস্থা করছি। এখন মাত্র একটা লাইন, তবে ডাবল লাইন আমরা করছি। গোয়ালন্দে আমরা একটা ট্রেন দেব, সেটা পোড়াদহ থেকে হতে পারে অথবা দর্শনা থেকেও হতে পারে। অচিরেই গোয়ালন্দের বন্ধ স্টেশনগুলো লোকবল নিয়োগ করে খুব তাড়াতাড়ি চালু করা হবে এবং স্টেশনগুলো মেরামত করে নতুন করা হবে।

 

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com