ঝালকাঠিতে পূর্ব শত্রুতার জেরে চাচাতো ভাইদের দায়ের আঘাতে মাহাফুজুর রহমান (২৩) নামে এক যুবক খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার বাবা ও মা।
শনিবার (১ জুন) দুপুর ১২টার দিকে শহরের বিকনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহাফুজুর রহমান একই এলাকার বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
এ ঘটনায় গুরুতর জখম নিহত যুবকের বাবা আমির হাওলাদার ( ৪৫) ও মা ফিরোজা বেগম (৩৫)। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দিকে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম এলাকাবাসীর বরাদ দিয়ে জানান, শহরতলীর বিকনা এলাকার গাছ ব্যবসায়ী আমির আলীর সঙ্গে তার চাচাতো ভাইদের জমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিলো। তিনদিন আগে সামান্য কথা কাটাকাটির পর থানায় দুই পক্ষ অভিযোগও দায়ের করে। আর তার জের ধরে শনিবার দুপুরে প্রতিপক্ষ চাচাতো ভাই কবির হাওলাদার (৪২) ছাদ্দাম হোসেন হাওলাদার (২৮), মনির হোসেন হাওলাদার (৫২) তাদের লোকজন নিয়ে আমির হাওলাদারের বাড়িতে হামলা চালায়।
এ সময় তারা আমিরকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেন। তাকে বাঁচাতে গেলে ছেলে মাহফুজুর রহমান ও স্ত্রী ফিরোজা বেগমকে কুপিয়ে আহত করেন হামলাকারীরা। পরে গুরুতর জখম একই পরিবারের তিনজনকে জেলা সদর হাসপাতালে নিলে মাহাফুজুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
এ দিকে খুনের সঙ্গে জড়িত সন্দেহে মোস্তফা হাওলাদার নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত তিন যুগ ধরে এ দুই পরিবারে মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। ৩০ বছর আগেও জমি নিয়ে বিরোধে হামলাকারী পরিবারের এক সদস্য নিহত হয়েছিলেন।