1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে চার ঘণ্টায় ভোট পড়েছে ১৬-২০ শতাংশের কম — Nobanno TV
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে চার ঘণ্টায় ভোট পড়েছে ১৬-২০ শতাংশের কম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৬৯ বার পঠিত

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রথম চার ঘণ্টায় গড়ে ২০ শতাংশের নিচে ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জিনি।

সচিব জাহাংগীর আলম বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নেটওয়ার্ক জটিলতায় সকালে থেকে অ্যাপসে কোন তথ্য পাওয়া যায়নি। ফলে আমরা সরেজমিনের ম্যানুয়ালি সংগ্রহ করা হয়েছে তথ্য। কোথাও ১৬%, কোথাও ১৭%, কোথাও ২০% ভোট পড়েছে। এ পর্যন্ত ম্যানুয়ালি সংগ্রহ করা তথ্য অনুযায়ী গড়ে ২০% এর নিচে ভোট পড়েছে।
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গত ৮ মে ভোট পড়েছে ৩৬ শতাংশ, এরপর ২১মে দ্বিতীয় ধাপে ৩৮ শতাংশ ভোটার উপস্থিতি দেখা গেছে।

বুধবার উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ভোট দিচ্ছেন ভোটাররা।

নির্বাচন কর্মকর্তারা জানান, এসব উপজেলার সাড়ে সাত হাজার কেন্দ্রে বুধবার সকাল ৮টায় নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

 

এনএএন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com