1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে ভিড়েছে কয়লাবাহী দ্বিতীয় জাহাজ — Nobanno TV
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে ভিড়েছে কয়লাবাহী দ্বিতীয় জাহাজ

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ২২৮ বার পঠিত

পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে ভিড়েছে এমভি পাভো ব্রেভ নামের একটি মাদার ভ্যাসেল।

ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি শনিবার (১ জুলাই) মধ্যরাতে পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়।

রোববার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জাহাজটি বন্দরের পাইলট গোলাম রাব্বানি ইনার এ্যাংকোরেজে নিয়ে আসা হয়।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান এসব তথ‌্য নিশ্চিত করে জানান,

কয়লা সংকটে বন্ধ হওয়ার পর কয়লা নিয়ে আসা দ্বিতীয় জাহাজ এটি।

এর আগে গত ২২ জুন ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি এ্যাথেনা নামের আর একটি জাহাজ বন্দরে আসে।

ওই কয়লা দিয়ে ২৫ জুন বিদ্যুৎকেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদনে যায়। গত ৫ জুন কয়লা সংকটে ১৩২০ মেগাওয়াটের এ বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিলো।

পায়রা বন্দরের পাইলট গোলাম রাব্বানি বলেন,

মধ্যরাতে এ জাহাজটি আমাদের বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। পরে এটি পাইলটিং করে ইনার এ্যাংকোরেজে নিয়ে আসা হয়।

পায়রা বন্দরের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান জানান,

জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে।

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জার্জিস তালুকদার জানান,

জাহাজটি ইনার এ্যাংকোরেজে আসার পর পরই আমরা লাইটারের মাধ্যমে কিছু কয়লা খালাস করবো।

পরে এটি আমাদের বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নিয়ে এসে সরাসরি কয়লা খালাস করা হবে। কয়লা নিয়ে একের পর এক আরও অন্তত ১৫টি জাহাজ বিদ্যুৎকেন্দ্রে আসবে।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com