1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
খানপুর মেইনরোডে মাদক ব্যবসা জমজমাট ॥ পুলিশ নিরব — Nobanno TV
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

খানপুর মেইনরোডে মাদক ব্যবসা জমজমাট ॥ পুলিশ নিরব

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৯৩ বার পঠিত

হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে ইয়াবা ও ফেনসিডিল। মাদক কেনা বেচার যেন হাট বসেছে নারায়ণগঞ্জ শহরের খানপুর মেইন রোড এলাকায়।

স্থানীয় এলাকাবাসী মাদকের বিরুদ্ধে সোচ্চার হলেও মাদক বিক্রেতাদের অব্যাহত হুমকীতে সাধারণ মানুষ শংকিত ও আতংকিত রয়েছে। অন্যদিকে পুলিশী অভিযান না থাকায় এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা সুমন প্রকাশ্যেই বীর দর্পে ফেনসিডিলের ব্যবসা করে যাচ্ছে। অন্যদিকে তার সহযোগীরা ইয়ারা ফেরী করে বিক্রি করছে।

এলাকাবাসী জানায়, মৃত নীল চাঁন মিয়ার ছেলে সাহিফ রহমান সুমন দীর্ঘদিন যাবৎ বেকার থাকায় মাদকাসক্ত হয়ে পড়ে। এক পর্যায়ে মাদক সেবনের টাকা জোগাড় করতে না পেরে পরবর্তীতে সরাসরি মাদক বিক্রিতে জড়িয়ে পড়ে। কিন্তু কয়েক বছর আগে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি মাদকসহ গ্রেফতার করে সুমনকে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নারায়ণগঞ্জ আদালত সুমনকে মাদক মামলায় কয়েক বছর সাজা প্রদান করে। তারপরও শোধরায়নি সুমন। জেল থেকে বেড়িয়ে আবারও শুরু করে অবৈধ মাদক ব্যবসা। এলাকায় মাদকের কারণে উঠতি বয়সের কিশোর ও যুব সমাজ মাদকাসক্তের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। এই সকল মাদক বিক্রেতাদের বিরুদ্ধে ডিবি পুলিশ, র‌্যাব ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় এলাকাবাসী।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com