২০২৪ সালে একের পর এক সুখবর দিয়ে চলেছেন টালিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। গেল মার্চ মাসে সংগীতশিল্পী প্রস্মিতা পালের সাথে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন এ গায়ক।
এদিকে বিয়ের দেড় মাসের মাথায় আবারও সুখবর দিলেন এ গায়ক। তবে এবারের সুসংবাদটি অনুপমের ক্যারিয়ার সম্পর্কিত।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে সুখবরটি জানান অনুপম।
পোস্টে বলিউডের গায়িকা শিল্পা রাওয়ের সাথে নিজের একটি ছবি শেয়ার করেন অনুপম।
ক্যপশনে লেখেন, ‘শিল্পা রাও এবং অনুপম রায়। এই বছরেই আসছে।’
‘পাঠান’ থেকে ‘জওয়ান’, ‘বাচনা অ্যায় হাসিনো’, ‘পা’ ‘কিংবা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির ছবির কিছু সুপারহিট গান এই গায়িকার গাওয়া।
এদিকে অনুপমের পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। মন্তব্যের ঘরে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্ত ও অনুরাগীরা। অনেকেই আবার লেখেন, ‘এটার অপেক্ষাতেই তো ছিলাম।’
প্রসঙ্গত, ২০১০ সালে সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রে ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ গেয়ে সাড়া ফেলে দেন অনুপম। এরপর একের পর এক তার গান প্রশংসিত হয়েছে।