1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
ঈদে টানা দুই দিন বন্ধ থাকতে পারে মেট্রোরেল — Nobanno TV
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:২০ অপরাহ্ন

ঈদে টানা দুই দিন বন্ধ থাকতে পারে মেট্রোরেল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১০৮ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটিতে টানা দুই দিন বন্ধ থাকতে পারে মেট্রোরেল। আগে থেকে শুক্রবার মেট্রোরেল সাপ্তাহিক ছুটি কাটিয়ে থাকে। আর কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন মেট্রোরেল চালাবে না। ফলে আগামী বৃহস্পতিবার ঈদ অনুষ্ঠিত হলে টানা দুই দিন মেট্রোরেল বন্ধ থাকবে।

পবিত্র রমজান মাস ২৯ দিনে হলে ঈদুল ফিতর হবে বুধবার। তবে রমজান ৩০ দিনে হলে ঈদ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। এবার ৩০টি রোজা হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে বৃহস্পতিবার ঈদ ধরেই অফিস–আদালত ছুটি ঘোষণা করেছে সরকার।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্থাটির নিজস্ব কর্মীদের দিয়ে মেট্রোরেল চালানো হচ্ছে। স্বাভাবিকের চেয়ে কর্মীর সংখ্যা কম। ফলে ঈদের দিন মেট্রোরেল চালু রাখলে প্রায় সবাইকে ঈদ বাদ দিয়ে কাজে ব্যস্ত থাকতে হবে। আবার ঈদের দিন বিকেলে যাত্রী সংখ্যা সামান্য থাকার কথা। ফলে বর্তমান সূচি অনুযায়ী বিকেলের আগপর্যন্ত এক শর বেশি ট্রেনে আশানুরূপ যাত্রী পাওয়া যাবে না। এতে খরচের বোঝাও বাড়বে। ঈদের পরদিন শুক্রবার হলে জুমার নামাজের আগ পর্যন্ত মানুষ খুব একটা বের হবে না। ফলে রাস্তা ফাঁকা থাকবে। মেট্রোরেলে যাত্রীও পাওয়া যাবে না। তাই বিকেলের কিছু যাত্রীর জন্য তাদের সাপ্তাহিক ছুটি বাদ দিতে চাইছে না কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক সাংবাদিকদের বলেন, চাঁদ দেখার ওপর নির্ভরশীল ঈদ। আর শুক্রবার সাপ্তাহিক ছুটি বহাল রাখবেন তারা। ফলে পরপর দুদিন মেট্রোরেল বন্ধ থাকার সম্ভাবনা আছে।

তিনি আরও বলেন, বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়ছেন। ঈদের আগের দু–তিন দিন যাত্রী পাওয়া যাবে না। এরপরও মেট্রোরেলের স্বাভাবিক চলাচল অব্যাহত রাখতে হচ্ছে। তাই ঈদের দিন মেট্রোরেল বন্ধ রাখা হবে।

ডিএমটিসিএল সূত্রমতে, রমজানের প্রথমার্ধে প্রতিদিন গড়ে মেট্রোরেলে ২ লাখ ৪৬ হাজার যাত্রী চলাচল করেছে। রমজানের আগে সংখ্যাটা ছিল ২ লাখ ৯৫ হাজারের মতো। ১৬ রমজান থেকে মেট্রোরেলের চলাচল এক ঘণ্টা বাড়ানোর পর যাত্রী আরও বেড়েছে। গত পাঁচ দিনে গড়ে ২ লাখ ৯০ হাজার করে যাত্রী চলাচল করেছে।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com