1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
দিন পর ফেরত দিল বিএসএফের গুলিতে নিহত সাইফুলের মরদেহ — Nobanno TV
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

দিন পর ফেরত দিল বিএসএফের গুলিতে নিহত সাইফুলের মরদেহ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৭০ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত সাইফুলের মরদেহ দুই দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টায় তার মরদেহ ফেরত দেয় বিএসএফ। ১৬ বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে, মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ২১৯ এর কাছে ভারতের অভ্যন্তরে গরু আনতে গিয়ে গুলিতে নিহত হন সাইফুল। এ সময় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও থামছে না ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে প্রাণহানির ঘটনা। পতাকা বৈঠকেই সীমাবদ্ধ সমাধানের পথ। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যানে, চলতি বছরের প্রথম তিন মাসেই ১৫ জনকে গুলি করে হত্যা করা হয়েছে।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com