সিলেটের জৈন্তাপুরে পিকআপভ্যানের ও লেগুলার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে সাতজন।
সোমবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়কে উপজেলার দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১টার দিকে সিলেট থেকে জৈন্তাপুর যাওয়ার সময় যাত্রীবাহী লেগুনার সঙ্গে সিলেটগামী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে সাতজন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।