৪৮তম ওভারের শুরুতে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। প্রথম বলটি ওয়াইড করেছিলেন মোস্তাফিজুর রহমান। পরের বল করতে গিয়ে রানআপের আগেই আটকে যান এই বাঁহাতি পেসার। পরে চেষ্টা করেও না পেরে থেমে যান। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন মোস্তাফিজ।
সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। বাংলাদেশের দারুণ বোলিংয়ে খুব একটা ভালো হয়নি লঙ্কানদের ব্যাটিং। বল হাতে তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের সঙ্গে এই ম্যাচে জ্বলে উঠেছেন মুস্তাফিজুর রহমানও। তানজিম সাকিবের ইনজুরিতে দলে ফেরা মুস্তাফিজ এদিন দুই উইকেট শিকার করেছেন। শুধু উইকেট শিকারই নয়, রান দেয়ার ক্ষেত্রেও যথেষ্ট কৃপণতা দেখিয়েছেন তিনি।
তবে এদিন নিজের বোলিং কোটার ১০ ওভার পূর্ণ করার আগেই স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়েছে কাটার মাস্টারকে। ৪৮তম ওভার করতে এসে হঠাৎ করে অসুস্থতা বোধ করতে থাকেন তিনি। ওভারের প্রথম বলটা করেছিলেন ওয়াইড। কিন্তু দ্বিতীয় বল করতে গিয়ে রান আপের মধ্যেই আটকে গেলেন মোস্তাফিজ। পরে আবার চেষ্টা করেও বল করতে পারেননি তিনি। জাকের আলী ও এনামুল হকের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন, এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন।
তবে ঠিক কী সমস্যা নিয়ে মাঠ ছেড়েছেন মুস্তাফিজ তা জানা যায়নি। ধারাভাষ্যকার রাসেল আর্নল্ডের সন্দেহ প্রচণ্ড গরমে পুরো শরীরেই ক্র্যাম্প হচ্ছে মুস্তাফিজের। মাঠ ছাড়ার আগে ৯ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এই ম্যাচ দিয়ে মাঠে ফেরা মুস্তাফিজ।