1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
সংকটে জর্জরিত হাইতি থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

সংকটে জর্জরিত হাইতি থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৭৭ বার পঠিত

হাইতি থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। রবিবার ৩০ জনেরও বেশি মার্কিন নাগরিক সরকারের ভাড়া করা বিমানে করে ফ্লোরিডায় অবতরণ করেছে।

রবিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই কথা জানিয়েছে। গত কয়েক সপ্তাহের দলবদ্ধ সহিংসতায় ক্যারিবিয়ান দেশটি অচল হয়ে পড়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিয়েছে।
মার্কিন দূতাবাস থেকে বলা হয়েছে, বিমানটি হাইতির বন্দর নগরী ক্যাপ হাইতিয়েন থেকে ছেড়ে গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এইসব নাগরকিকে নিরাপদে ক্যাপ হাইতিয়েন ত্যাগে সহায়তা করেছে।

উল্লেখ্য, সশস্ত্র গ্রুপগুলো গত কয়েক সপ্তাহ ধরে হাইতির রাজধানী পোর্ট-অব-প্রিন্সের অধিকাংশ এলাকা দখলে নিয়ে ব্যাপক সহিংসতা চালিয়ে আসছে। এই প্রেক্ষিতে পশ্চিম গোলার্ধের দরিদ্রতম দেশটির রাজধানী ও এর আশেপাশে মাসখানেক ধরে জরুরি অবস্থা জারি রয়েছে। এছাড়া চলছে রাত্রিকালীন কারফিউ।

এদিকে, জাতিসংঘের এক রিপোর্টে সতর্ক করে বলা হয়েছে, হাইতিতে মৌলিক সরবরাহ প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নসহ আরও কয়েকটি দেশ তাদের কূটনীতিকদের হাইতি থেকে সরিয়ে নিয়েছে।

জাতিসংঘও তাদের অপক্ষোকৃত কম দরকারি স্টাফদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।

এদিকে, সোমবার প্রবল চাপের মুখে পড়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হ্যানরি। এখন ক্ষমতা গ্রহণের জন্যে একটি অন্তর্বতীকালীন গভর্নিং কাউন্সিল গঠনের প্রক্রিয়া চলছে।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com