এবার রাজনীতি থেকে বাদ পড়লেন টালিউডের দুই বিখ্যাত অভিনেত্রী নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তী। তাদের যায়গায় এলেন ‘দিদি নাম্বার ওয়ান’ খ্যাত রচনা ব্যানার্জি। তিনি লড়বেন ভারতের হুগলি থেকে।
রচনা ব্যানার্জির বিপরীতে লড়বেন কলকাতার আরেক তারকা বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। প্রকাশ্যে এসেছে তৃণমূলের প্রার্থী তালিকা। আর প্রত্যাশা মতোই এবারও একাধিক তারকা আছেন এই প্রার্থী তালিকায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এবারের লড়াইয়ে আছেন দেব, রচনা ব্যানার্জি, লকেট, সায়নী ঘোষ প্রমুখরা।
তবে এর আগে একবার শোনা গিয়েছিল, দেব এবার লড়বেন না লোকসভা নির্বাচনে। কিন্তু গত মাসেই মমতার সঙ্গে বৈঠক সেরে তিনি জানিয়ে দেন যে তিনি রাজনীতিতে থাকছেন।