রমজানে নতুন সময়ে মেট্রোরেল চলাচলের সূচি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ঈদের দিন মেট্রো বন্ধ থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (১০ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম রমজান থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল। মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, রমজানে স্বাভাবিক নিয়মে সকাল থেকে মেট্রো চলাচল শুরু হবে। তবে দুপুর ২টা থেকে প্রতি ৮ মিনিট পরপর ছাড়বে ট্রেন।
আর ১৬ রমজান থেকে মেট্রো চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হবে। রাত ৯টা পর্যন্ত চলবে মেট্রো রেল।
এছাড়া রমজানে ইফতারের সময়সূচি ট্রেনের ডিজিটাল বোর্ডে প্রদর্শন করা হবে। ইফাতারের সময় ট্রেনে ও স্টেশন প্লাজায় পানি পান করা যাবে। এর বাইরে কিছু না খাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।