1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
আলীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

আলীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৭৬ বার পঠিত

রায়পুরায় আলীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী,পাড়াতলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফেরদৌছ কামাল জুয়েল এর আগমন ঘটলে অনুষ্ঠানের আয়োজকবৃন্দরা, খেলোয়ারগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করেন ।

গতকাল নরসিংদীর রায়পুরায় আলীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয় প্রধান শিক্ষক মো: মনির হোসেন এর সভাপতিত্বে ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি, ক্রীড়া শিক্ষক মো: আমজাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত শেষে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে প্রতি বছরের ন্যায় জমকালো বর্ণিল সাজে আনন্দঘন মনোমুগ্ধকর মনোরম পরিবেশে ব্যাপক প্রস্তুতি নিয়ে নানা আয়োজনে কয়েক শতাধিক নারী পুরুষ শিক্ষার্থীদের উপস্থিতিতে মনোমজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা ধরনের ডিসপ্লে প্রর্দশন করে বিভিন্ন ইভেন্টে বিজয় অর্জন করতে প্রতিযোগিতায় অংশগ্রহন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়, লংজাম, হাইজাম, রুশি গোড়ানো, ব্যাঙের লড়াই, মোরগের লড়াই, বিস্কুট খেলা,অন্ধের হাড়ি ভাংঙ্গা,মিউজিক চেয়ার খেলা,সতিনের ছেলে কেউ নেই না কোলে এবং যেমন খুশি তেমন সাজ সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করে বিজয়ীরা পুরস্কার লাভ করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন আসন্ন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী,পাড়াতলী ইউপি চেয়ারম্যান,পাড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক ও স্বাধীনতা পদক প্রাপ্ত একেএম বজলুর রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশনের পরিচালক আলহাজ্ব ফেরদৌছ কামাল জুয়েল। উদ্ধোধক উপজেলা আওয়ামী লীগের সদস্য ও স্বাধীনতা পদক প্রাপ্ত একেএম বজলুর রহমান ও শাহানারা ফাউন্ডেশনের পরিচালক আলহাজ¦ হাসান জামিল বাদল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক ও দৈনিক মানবজমিন জেলা প্রতিনিধি বশির আহম্মদ মোল্লা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহসভাপতি জহিরুল আলম বাদল, পাড়াতলী ইউপি সদস্য জহির মিয়া (জোহর), পাড়াতলী ইউপি সদস্য ফায়েজ উদ্দিন, পাড়াতলী ইউপি সদস্য আবুল কালাম, পাড়াতলী যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, সমাজ সেবক আবুল হোসেন,সমাজ সেবক কবীর হোসেন,বিদ্যালয় সহকারী শিক্ষক মো; ফারুক মিয়া, সহকারী শিক্ষক তাহমিনা আক্তার,সহকারী শিক্ষক তাসলিমা আক্তার সহ স্থানীয় বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দরা।

নবান্ন টিভি/ বশির আহম্মদ মোল্লা

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com