কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারকে আরও এক বছরের জন্য একই মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
তার অবসর উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১২ মার্চ অথবা যোগদানের তারিখ থেকে এক বছরে মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ওয়াহিদা আক্তার ১৯৯৪ সালে ১৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটী গ্রামে পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহম্মদ একজন রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজ সেবক। তার মা মোসা. হালিমা খাতুন গৃহিণী ও একজন সুলেখিকা হিসেবে পরিচিত ছিলেন এবং তার লেখা ‘শত জীবনের ভীড়ে’ও ‘মরুতীর্থ কাবা’ আত্মজীবনীমূলক বই দুটি পাঠকের নজর কাড়ে।
ওয়াহিদা আক্তার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিভাগে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে গভর্ন্যান্স স্টাডিজে মাস্টার্স সম্পন্ন করেন। তার স্বামী ড. শেখ মোহাম্মদ বখতিয়ার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান হিসেবে কর্মরত।