চাঁদপুরের মতলব দক্ষিণের উপাদী শান্তি নগর বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) মধ্যরাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুন নেভাতে গিয়ে অন্তত ৪ ব্যক্তি আহত হয়েছে।
জানা যায়, ওই দিন রাত দুইটার দিকে স্থানীয় বাজারে বসবাসকারী মনু মিয়া আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে
ও মসজিদের মাইকে প্রচার করলে আশপাশের লোকজন আগুন নেভাতে এগিয়ে আসে।
ফায়ার সার্ভিস আসার আগেই তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে ফায়ার সার্ভিস আসাতে বাজারের অন্যান্য দোকানগুলো রক্ষা পায়।
একাধিক ব্যবসায়ী জানান, বাজারের মুদি ব্যাবসায়ী আক্কাস কবিরাজের ৫ লাখ টাকা,
চা ও স্টেশনারি দোকান দুদু বেপারীর চার লাখ টাকা ও মুদি ব্যবসায়ী শংকর সূত্রধরের ৭ লাখ টাকা,
কাপড়ের ব্যবসায়ী সূজন সূত্রধরের ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ।
উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধান বলেন,
‘খবর শুনেই আমি ঘটনাস্থলে রয়েছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনাসহ সরকারি ও ব্যক্তিগত আর্থিক অনুদানের বিষয়ে আমার চেষ্টা থাকবে।’
আরও পড়ুন: