দুই বাংলায় ব্যস্ততাটা একই রকম নুসরাত ফারিয়ার। আজ ঢালিউডের ছবিতে নাম লেখাচ্ছেন তো কাল টলিউডের ক্যামেরায় নিজেকে মেলে ধরছেন। এমনই একটি চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। ছবিটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া।
চরিত্রটিতে অভিনয়ের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি।
ফারিয়া উচ্ছ্বাস প্রকাশ করে সংবাদমাধ্যমকে বলেন, ‘এ রকম একটা চরিত্রে করতে পেরে নিজেকে খুব লাকি লাগছে।
এমন সুযোগ ভবিষ্যতে আর পাব না হয়তে। তাই সত্যিই পুরো বিষয়টা স্বপ্নের মতো।’
‘মুজিব: একটি জাতির রূপকার’-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ।
ছবিটি নির্মাণ করেছেন বলিউডের বায়োপিক মাস্টার শ্যাম বেনেগাল।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বিশাল বাজেটে নির্মিত হয়েছে ছবিটি।
নুসরাত ফারিয়া-আরিফিন শুভ ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদ, জায়েদ খান, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদসহ দেশের শতাধিক শিল্পী।
আরও পড়ুন :