1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
সোমবার খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি জানাবে মেডিকেল বোর্ড — Nobanno TV
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

সোমবার খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি জানাবে মেডিকেল বোর্ড

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৯১ বার পঠিত
সোমবার খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি জানাবে মেডিকেল বোর্ড

দুই মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন তার চিকিৎসক ও পরিবারের সদস্যরা।

একাধিকবার বিদেশে নেওয়ার চেষ্টা করেও সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পায়নি তার পরিবার।

এমন অবস্থায় তার শারীরিক অবস্থার কথা আনুষ্ঠানিকভাবে জানাতে সংবাদ সম্মেলন করবেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।

সোমবার (০৯ অক্টোবর) সকাল নয়টায় বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল কনফারেন্স হল ৭তম তলায় মেডিকেল বোর্ডের সদস্যরা সংবাদ সম্মেলন করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা মেইলকে এ তথ্য জানিয়েছেন।

গত ৯ আগস্ট এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে লিভার, কিডনি, হৃদ্‌যন্ত্র, ফুসফুস ইত্যাদি প্রত্যঙ্গে নতুন নতুন সমস্যা বা উপসর্গ দেখা দিচ্ছে।

নতুন নতুন উপসর্গ বা সমস্যা যা দেখা দিচ্ছে তা প্রশমন করা হচ্ছে বা কোনোভাবে ঠেকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, যাতে রোগীর কষ্ট কমানো যায়।

এ পর্যন্ত তাকে তিন দফায় সিসিইউতে নিতে হয়।

 

বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া এখন বেশ অসুস্থ। তার যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।

বোর্ডের সদস্যরা জানিয়েছেন, ৭৮ বছর বয়সী গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লিভার দেশে প্রতিস্থাপন করা সম্ভব নয়।

ফলে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া যাচ্ছে না। কিন্তু তার লিভার সিরোসিসের কারণে খালেদা জিয়ার কিডনি, হৃদ্‌যন্ত্র, ফুসফুসের জটিলতা বেড়েই চলেছে।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com