সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরেপক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এবার রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষক সমাবেশ।
শনিবার (৭ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে এ সমাবেশ হচ্ছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে আছেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আব্দুল মঈন খান,
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করছেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বক্তব্য রাখছেন শিক্ষক নেতারা।
আরও পড়ুন :