1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
অটোরিকশা চুরি করে পালানোর সময় গণধোলাই, গ্রেফতার ৩ — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

অটোরিকশা চুরি করে পালানোর সময় গণধোলাই, গ্রেফতার ৩

নবান্ন
  • আপডেট সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৯১ বার পঠিত
অটোরিকশা চুরি করে পালানোর সময় গণধোলাই, গ্রেফতার ৩

মিরসরাইয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা চুরির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকায়

সিএনজিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় মেহেদী হাসান নামে একজনকে হাতেনাতে ধরে গণধোলাই দেয় এলাকাবাসী। অন্য দু’জন পালিয়ে যায়।

খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে মেহেদীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে চমেকে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসা শেষে এখন পুলিশ হেফাজতে রয়েছে।

পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী সীতাকুন্ডের মাদামবিবিরহাট এলাকা থেকে চোর চক্রে জড়িত তাকবির হোসেন রিয়াদ (২১) ও হৃদয়কে (২২) অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার মেহেদী হাসান মিরসরাই উপজেলার মেহেদীনগর এলাকার হানিফ ব্যাপারীর ছেলে।

উপজেলার পূর্ব হিঙ্গুলী এলাকার শাহ আলমের ছেলে তাকবির হোসেন রিয়াদ (২১) ও সীতাকুন্ড উপজেলার জাহানারাবাদ এলাকার আব্দুল মোনাফের ছেলে হৃদয় (২২)।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান,

উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময়

মেহেদী হাসান নামে একজনকে হাতেনাতে ধরে গণধোলাই দেয় এলাকাবাসী।

তার দেওয়া তথ্য অনুযায়ী সীতাকুন্ডের মাদামবিবিরহাট এলাকা থেকে চোর চক্রে জড়িত তাকবির হোসেন রিয়াদ ও হৃদয় আটক করা হয়েছে।

আটক তাকবিরের বিরুদ্ধে এর আগেও মিরসরাই সদরে একটি মোবাইল ফোনের দোকানে চুরির মামলা রয়েছে।

চুরির ঘটনায় জসিম উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com