মারামারিতে স্থগিত হয়ে যাওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন সেলিব্রেটি ক্রিকেট লিগ বুঝি পণ্ড হয়ে গেল। তবে এ শঙ্কা উড়িয়ে দিয়ে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে ফের শুরু হচ্ছে সিসিএল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৯ সেপ্টেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সাময়িক স্থগিত হয়ে যায় সেলেব্রিটি ক্রিকেট লিগ।
৮টি দলের ক্যাপ্টেনদের সাথে আলোচনা করে আয়োজকরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, সেলেব্রিটি ক্রিকেট লিগ আবার এই মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে শুরু হবে।
আরও জানানো হয়েছে, ঠিক যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল সেখান থেকেই শুরু হবে এই খেলা।
যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আয়োজক জি নেক্সট এরইমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
তদন্তের স্বার্থে কোন থানায় কত জনের নামে মামলা হয়েছে তা এই মূহুর্তে প্রকাশ করা হচ্ছে না।
জি নেক্সটের সদস্য অর্নিল হাসান বলেন, আট অধিনায়ককে ডাকা হয়েছিল। প্রায় দুই ঘণ্টা বিষয়টি নিয়ে আলোচনার পর এ সিদ্ধান্ত হয়েছে।
১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে যেকোনো এক দিন টুর্নামেন্টের বাকি ম্যাচের আয়োজন করা হবে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের মধ্যে খেলা চলাকালীন মাঠে চরম উত্তেজনা বিরাজ করে।
মাঠের বাইরে থাকা দুইদলের সতীর্থদের মধ্যেও ছড়িয়ে পড়ে এই উত্তাপ। এরপরই দুই পক্ষের শুরু হয় হাতাহাতি।
রাত সাড়ে ১১টার দিকে গিয়ে দ্বিতীয় দফায় শুরু হয় মারামারি। তারপরই স্থগিত হয়ে যায় খেলা।