1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
অবশেষে ভিডিও বার্তায় হাজির তামিম ইকবাল — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

অবশেষে ভিডিও বার্তায় হাজির তামিম ইকবাল

নবান্ন
  • আপডেট সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পঠিত
অবশেষে ভিডিও বার্তায় হাজির তামিম ইকবাল

অবশেষে ভিডিও বার্তায় হাজির তামিম ইকবাল। বিশ্বকাপ স্কোয়াডে না থাকা ও বিগত কয়েকদিনের ঘটে যাওয়া বিষয়ে সবকিছু জানালন তিনি।

গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ। ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পাননি দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

ওয়ানডে ক্রিকেটে দেশের সর্বোচ্চ রানের মালিককে বিশ্বকাপের স্কোয়াডে না রাখার ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, চোটের কারণে দলে রাখা হয়নি তামিমকে।

কিন্তু নির্বাচকের সে দাবি উড়িয়ে দিয়েছেন তামিম।

গণমাধ্যমের দাবি অনুযায়ী, তামিম নাকি বোর্ডকে জানিয়েছেন, বিশ্বকাপে পাঁচ ম্যাচের বেশি খেলতে পারবেন না তিনি।

তার ফিটনেসের কারণে সব ম্যাচ খেলা সম্ভব নয়।

এমন দাবির পর অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে ‘হাফফিট’ তামিমকে দলে নিতে অস্বীকৃতি জানান বলে গণমাধ্যমে খবর আসে।

এমনকি সাকিব নাকি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন।

তবে আজ ভিডিওবার্তায় তামিম এই দাবি উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, ‘আমি একটা জিনিস আপনাদের সবাইকে ক্লিয়ার করে দিতে চাই, আমি কোনো সময়,

কোনো মুহূর্তে আর কাউকেই বলিনি, আমি পাঁচটা ম্যাচের বেশি খেলতে পারব না। এই কথাটা কোনো সময়ে হয়নি।

আমি নিশ্চিত গতকাল নান্নু ভাইও এই বিষয়টি ক্লিয়ার করেছে। এটা একটা মিথ্যা কথা, ভুল কথা।

জানি না এই কথাটা কীভাবে মিডিয়াকে ফিড করা হয়েছে, বা কে করেছে। বাট এই জিনিসটা অ্যাবসলিউটলি ফলস।’

 

নির্বাচকদের সঙ্গে আসলে কী কথা হয়েছিল তাও জানিয়েছেন তামিম, ‘যে জিনিসটা আমি সিলেক্টরদের বলেছিলাম,

“দেখেন, আমার বডিটা এ রকমই থাকবে, এখন যে অবস্থায় আছে। আমার একটু ব্যথা থাকবে।

তো আপনারা যখন টিমটা সিলেক্ট করবেন, এই জিনিসটা মাথায় রেখেই সিলেক্ট করবেন।’

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com