নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকেই বৃষ্টির ঝামেলা। প্রথম ম্যাচ তো বৃষ্টির কারণে পণ্ড হয়ে গেছে। আর দ্বিতীয় ম্যাচেও ছিল বৃষ্টির বাগড়া। এবার তৃতীয় ওয়ানডেত শুরুর আগেই বাঁধা দিয়েছে বৃষ্টি।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতেছেন বাংলাদেশ ওয়ানডে দলের ১৬তম অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে টসের পর বৃষ্টি আসায়, ম্যাচ আপাতত বন্ধ রয়েছে।
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে এই ম্যাচ থেকে বিশ্রাম দেয়া হয়েছে লিটন দাসকে।
তাই এই ম্যাচেই দলে ফিরে সরাসরি অধিনায়কত্ব পেয়েছেন শান্ত।
সিরিজ বাঁচানোর ম্যাচে টাইগারদের একাদশে এসেছে আমূল পরিবর্তন। দলে শান্ত ছাড়াও ফেরার তালিকায় আছেন মুশফিকুর রহিম ও শরীফুল ইসলাম।
এই ম্যাচে খেলছেন না লিটন দাস ও তামিম ইকবাল। এছাড়া বাদ পড়েছেন সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান।
এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে জাকির হাসানের। টেস্ট ক্রিকেটে আগেই অভিষেক হলেই এতদিন ওয়ানডে খেলার সুযোগ পাননি এই ব্যাটার।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জাকির হাসান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও শরীফুল ইসলাম।
আরও পড়ুন :