সকলে অবগতি ও প্রয়োজনিয় জ্ঞাত হওয়ার জন্য জানানো যাইতেছে যে জৈনিক আব্দুর রব লাবু নামে আগামী ১৬/০৯/২০২৩ ইং তাং নারায়ণগঞ্জ ক্লাবে একটি সংগঠন এর নামে এক অনুষ্ঠানে দাওয়াত কার্ড প্রচার করছেন।
একটি নির্ভর যোগ্য সুত্রে আরো জানিতে পারি ওখানে আমাকে অতিথি করা হয়েছে, যা আমার জ্ঞাত না এবং আমি এখন আর তাদের সাথে কোন ভাবেই সংশ্লিষ্ট না।
তাই ঐ তারিখ এর তাদের আয়োজিত কোন সভায় আমার উপস্থিতির কোন সুযোগ নাই, কেননা আমি আমার বেশিক সংগঠন বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি
ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় উপকমিটির আহবায়ক হিসেবে কেন্দ্রীয় কমিটি কর্তৃক দায়িত্বে আছি।
তাছাড়া উনাদের সংগঠনে নারায়ণগঞ্জ জেলার অধিকাংশ সরকারি দপ্তরের সংস্লিস্টতা খুবই কম।
এখানে উল্লেখ করা যাইতেছে গত ১১/০৯/২০২৩ ই তারিখ, ১১-২০ গ্রেড সরকারি চাকুরীজীবী জাতীয় ফোরাম নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটি কর্তৃক আয়োজিত
সাধারণ সাধারণ সভায় আমাকে সম্মানের সঙ্গে দাওয়াত দিলে
আমি আমার কেন্দ্রীয় কমিটির অনুমতি সাপেক্ষে ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হই।
অতএব বিষয়টি পরিস্কার আগামি ১৬/০৯/২০২৩ ই তারিখ রোজ শনিবাী বিকেল চারটায় নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত
১১-২০ ফোরাম নারায়ণগঞ্জ এর সভায় আমার কোন রকম সংশ্লিষ্টতা নাই। এ বিষয় একদম পরিস্কার।
আরও পড়ুন :