প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ভারতীয় গায়ক, সুরকার ও গীতিকার দার্শান রাভাল। টোয়েন্টি-২ ইভেন্টস লিমিটেডের আয়োজনে ঢাকা মাতাবেন তিনি।
‘লেটস ভাইব উইথ দার্শান রাভাল লাইভ ইন ঢাকা’ কনসার্টে অংশ নেবেন দার্শান । রাজধানীর বসুন্ধরা আইসিসিবি হলে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে কনসার্টটি।
তার সঙ্গে গাইবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তানভির ইভান।
অনুষ্ঠানের আয়োজক টোয়েন্টি-২ ইভেন্টস জানিয়েছে, দার্শান রাভাল তার ভক্তদের জন্য ২ ঘণ্টা গান পরিবেশন করবেন।
কনসার্টের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ব্যাপক চাহিদা থাকায় কনসার্টের অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে।
কিছু সংখ্যক টিকিট পাওয়া যাচ্ছে www.tickify.live ওয়েবসাইটে।
‘লেটস ভাইব উইথ দার্শান রাভাল লাইভ ইন ঢাকা’ কনসার্টের মিডিয়া পার্টনার সময় টিভি।
আরও পড়ুন :