ভারতের চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমের একটি ত্রিমাত্রিক (থ্রিডি) ছবি প্রকাশ করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম এক্সে ছবিটি প্রকাশ করে সংস্থাটি।
ইসরো জানিয়েছে, চন্দ্রযান-৩ এর রোভার প্রজ্ঞান ও ল্যান্ডার বিক্রম স্লিপ মোডে যাওয়ার কয়েক দিন আগে এই ছবি তোলা হয়েছে।
খালি চোখে ছবিটিকে সাদা-কালো মনে হলেও থ্রি-ডি গ্লাস পরলে রঙিন দেখা যাবে বলে ইসরোর পক্ষ থেকে জানানো হয়।
ইসরো জানায়, ত্রিমাত্রিক ছবিটি দু’ভাগে তুলেছে প্রজ্ঞান।
নেভিগেশন ক্যামেরা ব্যবহার করে একবার বাঁ দিক থেকে এবং একবার ডান দিক থেকে তুলেছে।
তারপর সেই ছবি দু’টিকে মিশিয়ে তৈরি করা হয়েছে নতুন ত্রিমাত্রিক ছবি।
যেখানে চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
গত ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখে ভারতের মহাকাশযান চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রম।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর রোভার প্রজ্ঞান এরপর থেকে নানা ছবি ও তথ্য পাঠাচ্ছে।
প্রজ্ঞান যে তথ্য পাঠাচ্ছে তা চাঁদ নিয়ে গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কেননা চাঁদের দক্ষিণ অংশে এর আগে কোন দেশ মহাকাশযান পাঠাতে পারেনি।
চাঁদে অবতরণের পর থেকেই প্রজ্ঞানের গতিবিধি ও বিক্রমের কার্যক্রম নিয়ে প্রতিদিনই ইসরো টুইটারে তথ্য দিচ্ছে।
চাঁদে এখন রাত। সে কারণে সোমবার সকাল ৮টার দিকে চাঁদের দক্ষিণ মেরুর কাছে স্লিপ মোডে চলে গেছে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম।
বিক্রমের আগে ঘুম পাড়ানো হয় রোভার প্রজ্ঞানকে।
আগামী ২২ সেপ্টেম্বর চাঁদে আবার সূর্য উঠবে বলে মনে করা হচ্ছে।
চাঁদে আলো ফুটলে ২২ সেপ্টেম্বর প্রজ্ঞান ও বিক্রমকে জাগিয়ে তোলার চেষ্টা করা হতে পারে।
এখনও পর্যন্ত তাদের পরিকল্পনা অনুযায়ী সব হয়েছে বলে জানিয়েছে ইসরোর বিজ্ঞানীরা।
আরও পড়ুন :