1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
চলতি মাসে ডেঙ্গু পরিস্থিতি ভয়ংকর রূপ নিচ্ছে, মৃত্যুর মিছিলে আরও ১১
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

চলতি মাসে ডেঙ্গু পরিস্থিতি ভয়ংকর রূপ নিচ্ছে, মৃত্যুর মিছিলে আরও ১১

নবান্ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ বার পঠিত
ডেঙ্গু

চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়ংকর আকার ধারণ করবে বলে আগেই সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা।

তাদের শঙ্কা সত্যি প্রমাণিত করে সেপ্টেম্বরের দ্বিতীয় দিনেই এক দিনে মৃত্যুর রেকর্ড গড়ে ডেঙ্গু।

এর ধারাবাহিকতায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে ১১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে রাজধানী ঢাকায় রয়েছেন ৮ জন, আর বাকি ৩ জন ঢাকার বাইরের।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৭ জনে।

আর ৪ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১২ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৮২ জন।

এরমধ্যে ঢাকায় ৯৫১ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১ হাজার ৮৩১ জন।

এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৯১৬ জনে।

এদিকে বর্তমানে ৯ হাজার ১৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪ হাজার ৪৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৫ হাজার ৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৬ হাজার ১২৭ জন।

উল্লেখ্য, ২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়।

একইসঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com