বিনোদনপ্রেমীদের জন্য সেপ্টেম্বর মাসটি হয়ে উঠবে আরও বেশি বিনোদনের। কেননা চলতি মাসে ওটিটি প্ল্যাটফর্ম ও প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বেশ কয়েকটি আলোচিত সিনেমা।
তার মধ্যে সবচেয়ে আলোচিত ১১টি ছবির একটি তালিকা দেয়া হলো-
১। অন্তর্জাল
দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর।
বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার ঘরানার সিনেমা এটি।
এ সিনেমার গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ।
সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।
সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট। সিনেমাটিতে সিয়াম-মিম ছাড়া আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, এ বি এম সুমন, সুনেরাহ্ বিনতে কামাল প্রমুখ।
২। জওয়ান
শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। এটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষাতে আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
অ্যাকশন থ্রিলার সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাটলি।
এতে শাহরুখ ছাড়া আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, রিধি ডোগরা এবং সুনীল গ্রোভার।
একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
৩। সালার
আগামী ২৮ সেপ্টেম্বর আসছে প্রভাস অভিনীত ‘সালার: পার্ট ১’। এতে শ্রুতি হাসানও অভিনয় করেছেন।
ছবিটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল এবং প্রযোজনা করেছেন হোম্বালে ফিল্মসের বিজয় কিরাগান্দুর।
তেলেগু, কন্নড়, মালায়ালাম, তামিল এবং হিন্দি সহ পাঁচটি ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
৪। কুশি
আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) মুক্তি পাবে সামান্থা রুথ প্রভু এবং বিজয় দেবেরকোন্ডা-অভিনীত ‘কুশি’ সিনেমাটি।
শিব নির্ভানা রচিত ও পরিচালনায়, কুশি প্রযোজনা করেছে মিথ্রি মুভি মেকার্স।
জয়রাম, শচীন খেদাকার, মুরালি শর্মা, লক্ষ্মী, আলি, রোহিনী, ভেনেলা কিশোর, রাহুল রামকৃষ্ণ, শ্রীকান্ত আয়েঙ্গার এবং সরনিয়াকেও দেখা যাবে ছবিতে।
৫। জানে জান
আগামী ২১ সেপ্টেম্বর কারিনা কাপুরের জন্নদিন। আর ওইদিনই ওটিটি প্ল্যাপফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে কারিনা অভিনীত ‘জানে জান’।
সুজয় ঘোষ পরিচালিত এটি একটি থ্রিলার সিনেমা। বিজয় ভার্মা এবং জয়দীপ আহলাওয়াতও এতে অভিনয় করেছেন।
এ সিনেমায় কারিনা একজন মায়ের চরিত্রে অভিনয় করেছেন।
ফিল্মটি কালিম্পং-এ তৈরি এবং কেইগো হিগাশিনোর বেস্ট সেলিং উপন্যাস ‘ডিভোশন অফ সাসপেক্ট এক্স’-এর অফিসিয়াল রূপান্তর।
নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত ‘হাদ্দি’ আগামী ৭ সেপ্টেম্বর জি৫ এ প্রিমিয়ার হবে।
প্রতিশোধের কাহিনিটি অক্ষত অজয় শর্মা দ্বারা পরিচালিত, যিনি অদম্য ভাল্লার সঙ্গে চলচ্চিত্রটিও লিখেছেন।
৭। সুখী
শিল্পা শেঠি অভিনীত ‘সুখী’ সিনেমাটি আগামী ২২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এ সিনেমাটি সোনাল জোশী দ্বারা পরিচালিত এবং টি-সিরিজ এবং অ্যাবুন্ড্যান্টিয়া এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজনা করা হয়েছে।
ছবিতে, শিল্পা সুখপ্রীত ‘সুখী’ কালরার নাম ভূমিকায় অভিনয় করবেন।
এতে আরও অভিনয় করেছেন কুশা কপিলা, দিলনাজ ইরানি, পাভলিন গুজরাল, চৈতন্য চৌধুরী এবং অমিত সাধ।
৮। দ্য ভ্যাকসিন ওয়ার
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ সিনেমাটি আগামী ২৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ছবিতে অভিনয় করেছেন নানা পাটেকর, অনুপম খের এবং পল্লবী জোশি।
এ সিনেমাটি কোভিড-১৯ মহামারির অনিশ্চিত সময়ে চিকিৎসা এবং বিজ্ঞানীদের প্রতি শ্রদ্ধা জানাবে।
৯। দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি
ভিকি কৌশল এবং মানুশি চিল্লারের আসন্ন পারিবারিক বিনোদনমূলক ছবির নাম ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’।
বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত সিনেমাটি আগামী ২২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
১০। দ্য নান টু
‘দ্য নান’র সিক্যুয়েল ‘দ্য নান টু’ প্রেক্ষাগৃহে আসবে আগামী ৮ সেপ্টেম্বর। এ সিনেমা টি পরিচালনা করেছেন মাইকেল শ্যাভস।
সিনেমাবোদ্ধারা বলছেন, কনজুরিং সিরিজের সবচেয়ে ভয়ংকর মুভি হতে চলেছে সিনেমাটি।
১১। ফ্রাইডে নাইট প্ল্যান
বাবিল খান অভিনীত ‘ফ্রাইডে নাইট প্ল্যান’ সিনেমাটি আগামী ‘ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এ সিনেমায় জুহি চাওলা বাবিলের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন।
আরও অভিনয় করেছেন অমৃত জয়ান, আধ্যাত্ম আনন্দ, মেধা রানা এবং নিনাদ কামাত।
বৎসল নীলকান্তন পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে এক্সেল এন্টারটেইনমেন্ট।