নৌকার পক্ষে তরুণ প্রজন্মকে জাগ্রত করতে স্মরণকালের ‘সবচেয়ে বড়’ ছাত্র সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ ।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সমাবেশ শুরু হওয়া কথা থাকরেও কয়েক ঘণ্টা আগেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা।
আর নামাজের সময় হলে সমাবেশস্থলেই আদায় করেন জুমার নামাজ।
নামাজে ইমামতি করেন তিতুমীর কলেজ ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ওবায়দুল্লাহ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে ছাত্রলীগের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে দুপুর ১২টার পর থেকে রাজধানীর বাইরে থেকে আসা শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীদের ভিড় বাড়তে থাকে সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায়।
বেলা তিনটায় সমাবেশ শুরুর কথা থাকলেও এরই মধ্যে কানায় কানায় ভরে উঠেছে সমাবেশস্থল।
ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির গেইট, বাংলা একাডেমি সামনের গেইট, কালী মন্দিরের গেইট ও রমনার আইইবির সামনের গেট এখন শুধুই ছাত্রলীগময়।
যদিও বৃষ্টির কারণে কিছুটা ব্যাঘাত ঘটেছে। দুপুর দেড়টার শুরু হয় বৃষ্টি। তবে বৃষ্টির মধ্যেই মিছিল নিয়ে সমাবেশস্থলে এসেছেন নেতাকর্মীরা।
আর যারা আগে থেকেই চলে এসেছিলেন তারা বিভিন্ন স্থাপনার নিচে অবস্থান নেন।
আরও পড়ুন :