ক্রিকেট বিশ্বের সবচেয়ে আরাধ্য লড়াইয়ের একটি, ভারত-পাকিস্তান দ্বৈরথ ।
শুধু সমর্থনের দিক থেকেই নয়, বরং লাভ আর আয়ের দিক থেকেও এই ম্যাচের গুরুত্ব অন্যরকম।
তাই তো মহাদেশীয় কিংবা বৈশ্বিক টুর্নামেন্টের সূচি এমনভাবে করা হয়, যাতে অন্তত একবার হলেও মুখোমুখি হতে হয় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে।
ডিজিটাল প্ল্যাটফর্ম কিংবা টিভি সেটের সামনে এ ম্যাচ দেখে থাকেন পৃথিবীর একশ’ কোটির বেশি মানুষ। তাই বিজ্ঞাপনের দামও হয় আকাশচুম্বী।
২০১২ সালে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে খেলেছিল ভারত-পাকিস্তান।
রাজনৈতিক বৈরিতায় এরপর আর একে অপরের বিপক্ষে সিরিজ খেলেনি দুই দল।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে তাই ভরসার নাম মহাদেশীয় আর বৈশ্বিক টুর্নামেন্ট।
এবার সেই মহাদেশীয় টুর্নামেন্ট এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান।
এশিয়া কাপের মূল সম্প্রচার সত্ত্ব পাওয়া স্টার গ্রুপের হিসেব বলছে,
গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচটি টিভি সেটের সামনে কিংবা ডিজিটাল প্লার্টফর্মে দেখবেন ১০০ কোটির বেশি দর্শক।
যার উল্লেখযোগ্য সংখ্যক আবার দেখবেন ডিজনি আর হটস্টার অ্যাপে।
হিসেব বলছে, এবারের এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচটি শুধু ডিজিটাল প্ল্যাটফর্মে দেখবেন ৩০ কোটির বেশি মানুষ,
যা অতীতের সব রেকর্ড ভেঙ্গে দেয়ার সম্ভাবনা তৈরি করেছে।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচটির ওয়াচটাইম ছিল ৩০.৪ বিলিয়ন মিনিট। তবে প্রযুক্তি আরও সহজলভ্য হওয়ায় ধারণা করা হচ্ছে, এবার ভাঙবে সেই রেকর্ড।
ম্যাচের জনপ্রিয়তা কাজে লাগিয়ে অর্থের ঝুলি নিয়ে নামছেন বিজ্ঞাপনদাতারা।
যে সুযোগটাই নিচ্ছে সম্প্রচার সত্ত্ব পাওয়া প্রতিষ্ঠানগুলো।
তবে ইতোমধ্যে এ ম্যাচে বিক্রি হয়ে গেছে সাড়ে সাত হাজার সেকেন্ড স্লট।
অর্থাৎ, পানি পানের বিরতি ছাড়াই ওভার ভেদে প্রতি ১০ সেকেন্ডের স্লট বিক্রি হয়েছে ৩০ লাখ ভারতীয় রুপিতে, যা বাংলাদেশি টাকায় প্রায় ২২ লাখ।
এবারের এশিয়া কাপ থেকে কমপক্ষে চারশ’ কোটি রুপি আয়ের লক্ষ্য স্টার গ্রুপের।
যার বড় একটা অংশ আসবে ভারত-পাকিস্তান লড়াই থেকে।
এবারের এশিয়া কাপের সূচি এমনভাবে করা হয়েছে যাতে ১৫ দিনে ক্রিকেট বিশ্ব দেখতে পারে ৩টি পাকিস্তান-ভারত দ্বৈরথ ।
গ্রুপ পর্ব ছাড়াও দ্বিতীয় পর্বেও দু’দলের দেখা হওয়াটা প্রায় নিশ্চিত।
আর যদি ফাইনালে দু’দলই ওঠে তবে লাভের ষোলকলা পূর্ণ হবে আয়োজকদের।
সঙ্গে টাকার অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার অপেক্ষা।