1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গরাজ্য লন্ডভন্ড শক্তিশালী হারিকেন ‘ইদালিয়া’র আঘাতে
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গরাজ্য লন্ডভন্ড শক্তিশালী হারিকেন ‘ইদালিয়া’র আঘাতে

নবান্ন
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৯৮ বার পঠিত
হারিকেন

শক্তিশালী হারিকেন ‘ইদালিয়া’র আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গরাজ্য।

এরইমধ্যে দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া, বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন অন্তত সাড়ে চার লাখ মানুষ।

এদিকে, জলোচ্ছ্বাসের উচ্চতা ১৬ ফুট পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

তীব্র বাতাস, মুষলধারে বৃষ্টি এবং সমুদ্রের বিধ্বংসী ঢেউ নিয়ে ফ্লোরিডা উপকূলে আঘাত হানে হারিকেন ইদালিয়া।

স্থানীয় সময় বুধবার সকাল পৌনে ৮টার দিকে উপকূলে আছড়ে পড়ে ১২৫ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এই হারিকেন।

এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাটসহ বিস্তীর্ণ এলাকা। উপসাগরীয় উপকূলে পানি স্তরের উচ্চতা বৃদ্ধি অব্যাহত রয়েছে।

জলোচ্ছ্বাসের উচ্চতা ১৬ ফুট পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আঘাতের সময় হারিকেনটির গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার।

ঝড়ো হাওয়ায় উপড়ে পড়েছে বহু গাছপালা। ব্যাহত হয় সড়ক যোগাযোগ। ঝড়ের প্রভাবে সড়ক দুর্ঘটনায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন।

হারিকেন ইদালিয়ার আঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন।

এছাড়া, ঝড় ও উঁচু জোয়ারের সতর্কবার্তা দিয়ে বেসামরিক নাগরিকদের গাড়ি না চালানোর আহ্বান জানানো হয়েছে।

একইসঙ্গে দুর্গত এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে স্থানীয়দের।

ইদালিয়ার কারণে ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গরাজ্যে এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অন্তত সাড়ে চার লাখ মানুষ।

যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে শত শত ফ্লাইট বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের জারি করা জরুরি অবস্থা চলছে অঙ্গরাজ্যের বেশ কয়েকটি এলাকায়।

দুর্যোগ মোকাবিলায় কাজ করছে ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গরাজ্যের কয়েক হাজার ন্যাশনাল গার্ড সদস্য ও প্রশাসনের একাধিক দফতর।

আগে থেকে বাসিন্দাদের সতর্ক করা এবং নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কারণে ক্ষয়ক্ষতি ও প্রাণহানী কমানো সম্ভব হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সার্বক্ষণিক ঘূর্ণিঝড়ের খোঁজ রাখছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

উদ্ধার তৎপরতায় অতিরিক্তি জরুরি পরিষেবার সদস্যরাও কাজ করছেন।

উল্লেখ্য, গেল বছর সেপ্টেম্বরে হারিকেন ইয়ানের আঘাতের ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি ফ্লোরিডা।

ইয়ানের তাণ্ডবে সেসময় প্রাণ হারিয়েছিলেন অন্তত ১৫০ জন।

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com