‘স্ট্যান্ডার্ড ম্যাপের’ সবশেষ সংস্করণ প্রকাশ করেছে চীন। এতে অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে দেশটির অংশ বলে দেখানো হয়েছে।
এছাড়াও, তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরকেও নিজেদের সীমানার ভেতরে দেখিয়েছে বেইজিং।
সোমবার (২৮ আগস্ট) চীন আনুষ্ঠানিকভাবে তাদের স্ট্যান্ডার্ড ম্যাপ বা আদর্শ মানচিত্র প্রকাশ করেছে।
যদিও ভারত বরাবরই বলে আসছে , অরুণাচল প্রদেশ সবসময়ই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছে, সোমবার আনুষ্ঠানিকভাবে চীনের স্ট্যান্ডার্ড মানচিত্র প্রকাশ করা হয়েছে।
প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় পরিচালিত স্ট্যান্ডার্ড ম্যাপ পরিষেবার ওয়েবসাইটে এটি প্রচার করা হয়।
পোস্টে আরও বলা হয়েছে, এই মানচিত্রটি চীনসহ বিশ্বের অন্যান্য দেশের সীমানার ওপর ভিত্তি করে আঁকা হয়েছে।
গ্লোবাল টাইমসে প্রকাশিত মানচিত্রটিতে দেখা গেছে, অরুণাচল প্রদেশ (চীনারা যাকে দক্ষিণ তিব্বত বলে দাবি করেন) এবং ১৯৬২ সালের যুদ্ধে দখলকৃত আকসাই চীন তাদের সীমানার ভেতরে।
এই দুটি স্থানের পাশাপাশি মানচিত্রটি তাইওয়ান দ্বীপ এবং দক্ষিণ চীন সাগরের একটি বৃহৎ অংশকে চীনের অঞ্চল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
চীন বরাবরই তাইওয়ানকে তার মূল ভূখণ্ডের অংশ বলে দাবি করে। অন্যদিকে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই এবং তাইওয়ান দক্ষিণ চীন সাগরকে তাদের অংশ বলে দাবি করে।
আরও পড়ুন :